FERDOUS RAHMAN TANVIR,ME
আমরা ২১ ব্যাচ ও একইসাথে করোনা মহামারী কালীন ১ম HSC পরীক্ষার্থী।আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি বিধায় আমাদের আইসিটি পরীক্ষা হয়নি। তাই আইসিটি বিষয়টা পড়লেও তেমন প্র্যাকটিস করা হয়নি। এই অবস্থায় বুয়েট কর্তৃপক্ষ এমন একটি উদ্যোগ নিলেন যে আমাদেরকে এইচএসসি আইসিটি প্রোগ্রামিং প্র্যাক্টিস করাবেন। এই বেসিক কোর্সটি অবশ্যই খুবই প্রশংসাযোগ্য। এ কোর্সটির মাধ্যমে আমরা যে সমস্ত বিষয় একেবারে ভুলে গিয়েছিলাম, সেগুলো আবার চর্চা করতে পারলাম এবং জানতে পারলাম। আমাদের এই কোর্সটা খুবই মজাদার ছিল। বিশেষ করে প্রতিটি প্রোগ্রাম যখন রান করেছি তখন আমরা পুরস্কার হিসেবে পয়েন্ট পেয়েছি। এমনকি কিছু প্রোগ্রামে ৫০০ পয়েন্ট পর্যন্তও পেয়েছি। So it was very fun.দিনশেষে আমি বলব,কোর্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে।তবে কিছু উন্নতির জায়গাও রয়েছে।আমি আশা করছি যে উন্নতির জায়গাগুলো ঠিক করে বুয়েট কর্তৃপক্ষ আগামী ব্যাচগুলোর জন্য এই কোর্সটি আরো ভালোভাবে পরিচালনা করবেন এবং এই সুন্দর উদ্যোগটি অব্যাহত রাখবেন।এই বলে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি।ধন্যবাদ সবাইকে।
আস সালামু আলাইকুম
SHATABDI DUTTA CHOWDHURY,CSE
এই প্লাটফরমটি আমার অনেক বড় উপকার করেছে…যেহেতু আমি সিএসইর তাই আমার সি প্রোগ্রামিং অনেক দরকার। এইচএসসি লেভেলে এই বিষয়টি আমার তেমন একটা প্র্যাকটিস করা হয়নি । তাই সকল শিক্ষককে আমি ধন্যবাদ জানাই আমাকে এমন একটি সুযোগ করে দেয়ার জন্য।
FERDOUS RAYHAN,CE
এই কোর্সটি আমার জন্য খুবই উপকারী ছিল। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার যে সব সমস্যা ও সীমাবদ্ধতা ছিল সেগুলো এখন আর নেই।
MOST. JINAT MOHAL PAPIYA,IPE
সি প্রোগ্রামিং এর খুব বেশি নলেজ আমার ছিল না। ভয় পেতাম। এই কোর্সের পর সি প্রোগ্রামিং সম্পর্কে এখন এতটুকু বলতে পারব যে আর ভয় নেই।